সতর্কতা:
বট ফলোয়ারের ফাঁদে পড়বেন না
বাজারে অনেক এজেন্সি আছে যারা বট (অ্যাকাউন্ট) ফলোয়ার সরবরাহ করে। এই ধরনের ফলোয়ার কিনলে আপনার পেজের বৃদ্ধি সঠিকভাবে হবে না এবং এটা দীর্ঘমেয়াদে আপনার পেজের ক্ষতি করবে। আমরা সবসময় রিয়েল এবং এক্টিভ ফলোয়ার সরবরাহ করি, যাতে আপনার পেজের কার্যক্রম এবং ইন্টারঅ্যাকশন বাড়ে।
আইডির ফলোয়ার বাড়ানো যায় না
ফেসবুক আইডিতে রিয়েল ফলোয়ার পাওয়া যায় না, কারণ ফেসবুক আইডি প্রমোট করা সম্ভব নয়, আইডি প্রফেশনাল মোড হলেও সম্ভব নয়। তাই, আপনি যদি আইডিতে ফলোয়ার কিনেন, সেটি বট হবে। কিন্তু পেজের ক্ষেত্রে সম্পূর্ণ রিয়েল ফলোয়ার সরবরাহ করা হয় প্রমোটের মাধ্যমে।
কিছু প্রশ্নের উত্তর
প্রশ্ন: ফলোয়ার নিলে ভিউ বা লাইক-কমেন্ট হবে?
উত্তর: যেহেতু এইলোক গুলো আপনাকে আগে থেকে চেনে না, আপনার পরিচয় তাদের সামনে তুলে ধরতে হবে ভালো কন্টেন্ট-এর মাধ্যমে। ভালো কন্টেন্ট হলে অবশ্যই ভিউ পাবেন এমনকি লাইক-কমেন্টও পাবেন।
আমরা যখন ফেসবুক চালাই আমরা কি সব ভিডিও দেখি? দেখি না, এবং সব ছবিতে লাইক-কমেন্টও করি না। যেগুলো আমাদের কাছে ভালো লাগে সেগুলোতে করি। আপনার পেজের ফলোয়ারগুলোও আমাদের মতোই কেউ না কেউ।
প্রশ্ন: আপনারা কি ওয়াচ টাইম সেল করেন?
উত্তর: ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী এখন আর ওয়াচটাইম লাগে না।
প্রশ্ন: আপনারা কি মনিটাইজ করে দিতে পারেন?
উত্তর: মনিটাইজ কেউ করে দিতে পারবে না। কারণ, মনিটাইজ করে দেওয়ার মালিক একমাত্র ফেসবুক। ফেসবুক ছাড়া আপনাকে কোনো ব্যক্তি মনিটাইজ করে দিতে পারবে না। মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে। ফেসবুক যদি আপনার সবকিছু ঠিকঠাক দেখে তাহলে তারাই আপনার মনিটাইজেশন এর আবেদন টা আপ্রুভ করবে।
প্রশ্ন: পলিসি ইস্যু রিমুভ করতে পারেন?
উত্তর: পলিসি ইস্যু কেউ রিমুভ করতে পারে না। এটা অটোমেটিক চলে যাবে আপনি যদি facebook এর নিয়ম কানুন মেনে চলেন।
পেজে কোনো কপি কনটেন্ট দেয়া যাবে না, কপি কন্টেন্ট থাকলে রিমুভ করে দিতে হবে। এডমিন আইডি থেকে পেজের কিছু শেয়ার করা যাবে না। এডমিন আইডি থেকে শেয়ার করা থাকলে রিমুভ করে দিতে হবে। আর প্রতিদিন লাইভ করতে হবে। একই ডিভাইস (মোবাইল, ল্যাপটপ) দিয়ে বারবার ওই পেজের ভিডিও ভিউ করা যাবে না।